জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০টি কুকুরকে বন্ধ্যা করা হয়েছে। এ ছাড়া আরও ৫০টি কুকুরকে দেওয়া হয়েছে জলাতঙ্ক টিকা। গতকাল শুক্রবার জাবিতে এ টিকা দেয় ও বন্ধ্যা করে স্বেচ্ছাসেবী সংগঠন ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশন। এতে সহযোগিতা করে এগ্রোভেট বায়ো সলিউশন।
শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে গিয়ে কুকুরকে টিকা দেওয়া হয়। এ ছাড়া অসুস্থ কুকুরদের বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে এনে চিকিৎসাসেবা দেওয়া হয়।
ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশনের সভাপতি মাহফুজুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে কুকুরগুলোকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দিয়েছি। এ ছাড়া অসুস্থ কুকুরকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের জন্ম নিয়ন্ত্রণের জন্য স্থায়ী বন্ধ্যা করা হয়েছে। এর মাধ্যমে ক্যাম্পাসের কুকুরগুলো যেমন নিরাপদ পরিবেশ পাবে, তেমনি নিরাপদ থাকবে শিক্ষার্থীরা।’
এ সময় উপস্থিত ছিলেন পেট কেয়ার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এম এইচ ইমরান, এগ্রোভেট বায়ো সলিউশনের পরামর্শক সিফাত আরা খানম, বাংলাদেশ ভেটেরিনারি অ্যান্ড পেট কেয়ার নেটওয়ার্কের (বিভিপিএন) পরামর্শক মোহায়মেনুল হক পদ্ম প্রমুখ।