কান চলচ্চিত্র উৎসবে এবার হৃদয় জয় করেছে রক এন রোলের রাজাখ্যাত এলভিস প্রিসলির বায়োপিক ‘এলভিস’। বাজ লারম্যান পরিচালিত সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় কান উৎসবে। প্রদর্শনী শেষে অতিথি ও দর্শকেরা টানা ১০ মিনিট দাঁড়িয়ে অভিবাদন জানান কলাকুশলীদের। এবারের কান উৎসবে সবচেয়ে বেশি সময় ধরে অভিবাদন পেয়েছেন ‘এলভিস’।
সিনেমার বিষয়বস্তু কিংবদন্তি সংগীতশিল্পী এলভিস প্রিসলির জীবন এবং গানে তাঁর অভূতপূর্ব খ্যাতি পাওয়া। ম্যানেজার কর্নেল টম পার্কারের সঙ্গে এলভিসের ২০ বছরের সম্পর্কের আয়না দিয়ে দেখা হয়েছে এসব। সেই পথচলার কেন্দ্রবিন্দুতে ছিলেন এলভিসের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তি প্রিসিলা প্রিসলি।
সিনেমার নামভূমিকায় অভিনয় করেছেন অস্টিন বাটলার। আমেরিকান এই অভিনেতা অভিনয়ের পাশাপাশি গানও করেন। গান জানাটা বাটলারকে এই চরিত্রে এগিয়ে দিয়েছে।
এলভিস প্রিসলির ম্যানেজার কর্নেল টম পার্কার চরিত্রে আছেন টম হ্যাঙ্কস। এলভিসের স্ত্রী প্রিসিলা প্রিসলি হিসেবে কাজ করেছেন অস্ট্রেলিয়ান তারকা অলিভিয়া ডিজঞ্জ। পরিবেশনায় ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স। আমেরিকাসহ সারা বিশ্বের সঙ্গে আজ থেকে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টারেও মুক্তি পাচ্ছে সিনেমাটি।