হোম > ছাপা সংস্করণ

নির্বাচনে অন্য চিন্তা থাকলে ভুলে যান: ডিসি

গৌরীপুর প্রতিনিধি

‘ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। এর বাইরে অন্য কোনো চিন্তা কারও মাথায় থাকলে তা ভুলে যান। আসন্ন ইউপি নির্বাচনে কেউ কোনো ধরনের অন্যায় পথ বেছে নেওয়ার চিন্তা করবেন না। ভোটারদের কাছে যান, তাঁরা আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করবেন।’ এসব কথা বলেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ এনামুল হক।

গতকাল মঙ্গলবার দুপুরে গৌরীপুর উপজেলার ইউপি নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি প্রতিপালন ও আইনশৃঙ্খলাসংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এর আগে প্রার্থীরা নিজ নিজ ইউপির বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

নির্বাচনে একটি মহল প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলেও প্রার্থীরা অভিযোগ করেন। এমনকি ভোট গ্রহণের পর কেন্দ্রে ফলাফল ঘোষণা না দিয়ে ব্যালট বাক্স উপজেলায় নিয়ে গিয়ে মনগড়া ফলাফল ঘোষণা হতে পারে বলেও আশঙ্কা করছেন তাঁরা।

উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় পাবলিক মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফের সভাপতিত্বে এবং অ্যাকাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. আহমার উজ্জামান।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ