সারা দেশের মতো চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার চাঁদপুরের মতলব উত্তর, ফরিদগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে।
চাঁদপুরের মতলব উত্তরে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে গতকাল দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজি শরিফুল হাসান।
ফরিদগঞ্জে গতকাল সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিউলী হরি। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের ৩ জন শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দোশদোনা বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প, জাতীয় মহিলা সংস্থা ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় উদ্যোগে এই আয়োজন করা হয়।