হোম > ছাপা সংস্করণ

১০ শতাংশ জমির চা-গাছ কেটেছে দুর্বৃত্তরা

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে রাতের আঁধারে ১০ শতাংশ জমির চা গাছ কেটেছে দুর্বৃত্তরা। গত বুধবার গভীর রাতে তেঁতুলিয়া উপজেলার তীরনই হাট ইউনিয়নের ইসলাম বাগ গ্রামে ঘটনাটি ঘটেছে। চা বাগানের গাছ কাটার ঘটনায় তেঁতুলিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বাগান মালিক মাহবুবুল ইসলাম।

অভিযোগ থেকে জানা গেছে, ২৫ শতাংশ জমিতে প্রায় আড়াই বছর আগে চায়ের চারা রোপণ করেন মাহবুবুল ইসলাম। চলতি বছর বাগান থেকে চা পাতা সংগ্রহ করে কারখানায় বিক্রি করা শুরু করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে চা শ্রমিকেরা বাগানে কাজ করার জন্য গেলে বাগানের অনেক গাছ মাটিতে পড়ে থাকতে দেখেন। গাছগুলোর মূল অংশটি কেটে ফেলে রাখা হয়েছে। শ্রমিকেরা বাগান মালিককে খবর দেন।

মাহবুবুল ইসলাম বলেন, ‘প্রায় ১০ শতাংশ জমিতে লাগানো দুই থেকে আড়াই শ গাছ ছুরি দিয়ে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। কে বা কারা কেটেছে জানি না। কেনইবা কেটে ফেলল আমি এখনো বুঝে উঠতে পারছি না। আমার বাগানটি ধ্বংস হয়ে গেছে। আবার নতুন করে চারা রোপণ করতে হবে। এতে প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি পুলিশসহ সবাইকে জানিয়েছি। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্যরা বাগান পরিদর্শন করেছেন। আমি জড়িতদের বিচার চাই।’

তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সায়েম মিঞা বলেন, ‘অভিযোগ পেয়েছি। জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ