হোম > ছাপা সংস্করণ

সড়ক ধসে যান চলাচল বন্ধ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ইছগাঁও এলাকায় বেইলি ব্রিজের সংযোগ সড়কের মাটি ধসে গর্তের সৃষ্টি হয়েছে। এতে গত বুধবার সন্ধ্যা থেকে যান চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত এ সড়কে যান চলাচল স্বাভাবিক হয়নি।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ-জগন্নাথপুর-আউশকান্দি-ঢাকা আঞ্চলিক মহাসড়ক দিয়ে প্রতিদিন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় শত শত যানবাহন চলাচল করে। হঠাৎ করে গত বুধবার বিকেলে সড়কের বেইলি ব্রিজের সংযোগ সড়কের একাংশের মাটি ধসে গর্তের সৃষ্টি হয়। এতে সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে কর্মস্থলে ফিরতে দুর্ভোগের শিকার হচ্ছেন ঈদের ছুটিতে বাড়ি আসা বিভিন্ন পেশাজীবীরা। এর পাশাপাশি চলাচল ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন এলাকাবাসী।

রানীগঞ্জ বাজারের ব্যবসায়ী আলীনুর রহমান বলেন, ‘গুরুত্বপূর্ণ মহাসড়কটি গত তিন দিন ধরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দায়িত্বশীলদের দায়িত্বহীনতায় দুর্ভোগে আছেন লাখো মানুষ। গতকাল পর্যন্ত ধসে যাওয়া স্থানে মেরামত করা হয়নি। কয়েকটি মাটির বস্তা ফেলে রাখা হয়েছে।’

এ ব্যাপারে সুনামগঞ্জ সড়ক ও জনপদের (সওজ) উপসহকারী প্রকৌশলী (সিভিল) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘সংস্কার কাজের জন্য ক্ষতিগ্রস্ত স্থানে মালামাল পাঠানো হয়েছে।’

জগন্নাথপুর ইউএনও সাজেদুল ইসলাম বলেন, দুর্ঘটনা এড়াতে সেতুর দুই পাশে বাঁশ দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। দ্রুত কাজ শেষ করতে সংশ্লিষ্টদের বলা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ