কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক সেবীকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়েছে। গতকাল সোমবার এই কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিমল চাকমা ঘটনাস্থলে আদালত বসিয়ে প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১০০ টাকা জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন বগুড়া সদর উপজেলার চকলোকমান গ্রামের জিহাদুল ইসলাম ও পার্শ্ববর্তী শাহাজানপুর উপজেলার বেজোড়া উত্তর পাড়া গ্রামের শফিকুল ইসলাম।
মামলা থেকে জানা গেছে, গতকাল কুড়িগ্রাম জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) উপপরিদর্শক আছাদুল হকের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ দল উপজেলার শিমুলবাড়ী জ্যোতিন্দ্র নারায়ণ এলাকায় ওই দুই মাদক সেবিকে হাতেনাতে আটক করে। শরীর তল্লাশি করে ১২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
ডিএনসির উপপরিদর্শক আছাদুল হক কারাদণ্ড ও অর্থদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।