নড়াইলে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে নড়াইল পুলিশ লাইনসের ড্রিলসেডে সংবর্ধনা অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়। আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তানজিলা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুভাস চন্দ্র বোস, নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, নড়াইল সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শওকত কবির, ডিএসবির ওসি মীর শরিফুল ইসলাম, ডিবির ওসি সুকান্ত সাহা, ট্রাফিক ইন্সপেক্টর তপন কুমার মজুমদার প্রমুখ।