আগামীকাল সকালে ব্রিসবেনের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। তবে এক দিন আগে আজ মেলবোর্ন যাবেন সাকিব আল হাসান। সেখানে অধিনায়কদের আনুষ্ঠানিক ফটোসেশনে থাকার কথা তাঁর। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো হতে যাচ্ছে অধিনায়ক দিবস।
এর আগে ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে অধিনায়ক দিবসের আয়োজন করলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই অনুষ্ঠান কখনো করেনি আইসিসি। টুর্নামেন্টে অংশ নেওয়া সব অধিনায়ককে নিয়ে এই আয়োজন হবে সেন্ট্রাল মেলবোর্নের প্লাজা বলরুমে। সব দলের অধিনায়কেরা এখানে পারস্পরিক আলোচনা ছাড়াও সংবাদকর্মীদের প্রশ্নোত্তর পর্বেও মুখোমুখি হবেন।