দাকোপে জলবায়ু বিপর্যয়ের কবল থেকে সুন্দরবন ও উপকূল সুরক্ষার দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলার পূর্ব সুন্দরবনের ঢাংমারী এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
গণঅবস্থান কর্মসূচি চলাকালে সুন্দরবন অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য লাঠিখেলা, গাজীর গান, বনবিবি নাটক, পটগানসহ নানা গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত হয়।
গণঅবস্থান কর্মসূচির উদ্বোধনী সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জাতীয় পরিষদ সদস্য মোংলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পশুর রিভার ওয়াটার কিপার মো. নূর আলম শেখ।
কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতা করেন বাপার সাধারণ সম্পাদক শরীফ জামিল। কর্মসূচিতে অন্যান্যের বক্তৃতা করেন বাপার নেতা দেওয়ান নুরতাজ আলম, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফিরোজ আলম খান, ঢাংমারী ডলফিন সংরক্ষণ দলের টিম লিডার পশুর রিভার ওয়াটার কিপার ভলান্টিয়ার ইস্রাফিল বয়াতি, বাপার নেতা কমলা সরকার, মোল্লা আল মামুন, আব্দুর রশিদ হাওলাদার, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার শেখ রাসেল, নদীকর্মী হাসিব সরদার প্রমুখ।