হোম > ছাপা সংস্করণ

সিড মানি নিয়ে আলোচনা

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টের প্রথম বৈঠক। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের সভাপতিত্বে ও সচিব মো. মকবুল হোসেনের পরিচালনায় মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠকে ট্রাস্টের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা হয়। আলোচনার অন্যতম বিষয় ছিল ট্রাস্টের তহবিল গঠনে ‘সিড মানি’ সংগ্রহ ও কার্যক্রম পরিচালনার জন্য লোক নিয়োগ।

সভায় উপস্থিত ছিলেন শিল্পী কল্যাণ ট্রাস্টের সদস্য ও সাংসদ সুবর্ণা মুস্তাফা, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র) মো. মিজান-উল-আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-২ মো. আজিজুর রহমান, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) হাসনা জাহান খানম, অর্থ বিভাগের যুগ্ম সচিব ফাতেমা রহিম, অভিনেতা শহীদুজ্জামান সেলিম, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন প্রমুখ।

এ বিষয়ে শহীদুজ্জামান সেলিম বলেন, ‘আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে। বৃহস্পতিবার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক একটি তহবিলের জন্য সভায় সিড মানি নিয়ে কথা হয়েছে। আমি আশা করেছিলাম ৩০ কোটি টাকার একটা তহবিল বরাদ্দ হোক। মন্ত্রী মহোদয় করোনা পরিস্থিতি বিবেচনায় ১০ কোটি টাকার কথা বলেছেন। টাকাটা অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ হয়ে গেলে অন্যান্য কাজ শুরু হয়ে যাবে।’

উল্লেখ্য, টেলিভিশন অভিনয়শিল্পীরাও এই ট্রাস্টের আওতাভুক্ত।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ