বগুড়ার ধুনট উপজেলায় দুর্বৃত্তের ছোড়া ঢিলে একটি মন্দিরের প্রতিমা হেলে পড়েছে। এতে ওই প্রতিমার কিছুটা ক্ষতি হয়েছে। উপজেলার গোপালনগর ইউনিয়নের গজিয়াবাড়ি কালাচাঁদ বিগ্রহ মন্দিরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে গতকাল বুধবার বিকেলের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত ও ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গজিয়াবাড়ি কালাচাঁদ বিগ্রহ মন্দির ঘরটি আধা পাকা। সামনের দিকে গ্রিল দিয়ে বেষ্টনী দেওয়া। পুরো মন্দির ঘরটি সুরক্ষিত। সেখানে পূজা শেষে চারটি প্রতিমা রেখে দেওয়া হয়েছে। ভক্তরা সারা বছর ধরে সেখানে পূজা করেন। বুধবার সকালের দিকে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন ওই মন্দিরে গিয়ে দেখতে পান একটি প্রতিমা দেয়ালের সঙ্গে হেলে পড়ে আছে। প্রতিমার পাশে পড়ে আছে কয়েক টুকরো ইটের অংশ।
মন্দির কমিটির সভাপতি গণেশ চন্দ্র দাস বলেন, গত মঙ্গলবার রাতের কোনো এক সময় কে বা কারা ঢিল মেরে প্রতিমাটি ফেলে দিয়েছে।
পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইউএনও সঞ্জয় কুমার মহন্ত বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের জন্য ওসিকে দায়িত্ব দেওয়া হয়েছে।