হোম > ছাপা সংস্করণ

‘মাথা গোঁজার ঠাঁই পাব কোথায়’

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে সরকারি জায়গা দখল করে ৩৫ বছর ধরে বসবাস করছিল ১০টি পরিবার। গতকাল বুধবার উপজেলার পয়লা ইউনিয়নের ছোট বরুরিয়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও থানা-পুলিশ। অভিযানে দশটি পরিবারের পাকা, আধা পাকা ও টিনশেড ঘরসহ বিভিন্ন স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোহছেন উদ্দিন এ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন।

জানা যায়, ১০ পরিবার বিভিন্ন পরিমাণ সরকারি জমি দখল করে বসবাস করে আসছিলেন। গত বছরের ১৪ মার্চ তাদের এ জায়গা ছেড়ে দিতে নোটিশ দেন ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। গত চার দিন আগে পুনরায় তাঁদের নোটিশ দেওয়া হয়।

উচ্ছেদে ঘরবাড়ি হারানো মো. খৈমুদ্দিন (৭০) বলেন, ‘৩০-৩৫ বছর পূর্বে এইখানে ছিল নিচু হালট ও ডোবা। মাটি ভরাট করে ঘর বাড়ি তৈরি করে বসবাস করছি। এখন আমাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হলো, আমরা মাথা গোঁজার ঠাঁই পাব কোথায়?’

ঘর হারিয়ে হাউমাউ করে কাঁদছেন বিধবা মালেকা বেগম (৬০)। তিনি বলেন, ‘চার সন্তান নিয়ে এখানে ৩০ বছর ধরে বসবাস করছি। সরকার যদি আমাগো অন্য জায়গায় একটু মাথা গোঁজার ঠাঁই দেয়, তাহলে আমরা পরিবার পরিজন নিয়ে বেঁচে যাব।’

ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোহছেন উদ্দিন বলেন, ‘সরকারি জায়গায় বসবাসরত ১০টি পরিবারকে পূর্ব ঘোষিত সময় মোতাবেক ছোট বরুরিয়া এলাকা থেকে এই উচ্ছেদ করা হচ্ছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ