হোম > ছাপা সংস্করণ

প্রশংসিত শান্তা

এ সময়ের ব্যস্ত উপস্থাপিকা শান্তা জাহান। রমজান মাস শুরুর আগে স্টেজ শোতে ভীষণ ব্যস্ত ছিলেন। রমজান মাসে ব্যস্ত টেলিভিশন শোতে। নিয়মিত উপস্থাপনা করছেন তিনি। শান্তার উপস্থাপনায় আরটিভিতে প্রতিদিন বেলা ২টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে ইফতারের আয়োজন নিয়ে অনুষ্ঠান ‘আর রান্না ঘর’। এ ছাড়া শিগগিরই প্রচারে আসবে শান্তার উপস্থাপনায় ‘বাংলার রেসিপি’। ঈদের কয়েকটি অনুষ্ঠানেও উপস্থাপনায় দেখা যাবে তাঁকে। শান্তা এখন ব্যস্ত অনুষ্ঠানগুলোর শুটিংয়ে।

কিছুদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ‘জয় বাংলা উৎসব’-এর উপস্থাপনা করে বেশ প্রশংসা কুড়িয়েছেন শান্তা জাহান। সেই অভিজ্ঞতা নিয়ে শান্তা বলেন, ‘প্রধানমন্ত্রীর সামনে আমি এর আগে আরও সাত-আটটি অনুষ্ঠান উপস্থাপনা করার সুযোগ পেয়েছি। সব অনুষ্ঠানই আমার কাছে ভীষণ স্মৃতিবহুল ও সৌভাগ্যের। প্রধানমন্ত্রীর হাসিমাখা মুখ দেখেই অন্তর জুড়িয়ে যায়। এমন অনুষ্ঠানের উপস্থাপনা করার সুযোগ বারবার পেতে চাই। কারণ, সত্যিই এ অনেক বড় প্রাপ্তি।’

শুধু উপস্থাপনা নয়, অভিনয়েও চমক দেখাচ্ছেন শান্তা। ‘নাইন অ্যান্ড আ হাফ’, ‘ব্যাক বেঞ্চারস’, ‘বউ বিবি গোলাম’, ‘ম্যাডাম তোমাকে ভালোবাসি’সহ বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন শান্তা। মডেল হিসেবেও কাজের অভিজ্ঞতা আছে তাঁর।

শান্তা জাহানের কাছে জানতে চাওয়া হয়েছিল, উপস্থাপনার পাশাপাশি অভিনয়ে নিয়মিত হতে চান কি না? শান্তা বলেন, ‘অভিনয়ের প্রতি ভালো লাগা সব সময় ছিল। ভালো কাজের সুযোগ পেলে নিয়মিত অভিনয় করতে চাই। কিন্তু এটাও সত্যি, অভিনয়ের চেয়ে উপস্থাপনা করতেই বেশি ভালো লাগে আমার। নাটকীয় ঘটনার মধ্য দিয়ে আমি উপস্থাপিকা হয়ে উঠেছি। কাজটি করতে গিয়ে দিন দিন এর প্রতি অন্য রকম এক ভালো লাগা তৈরি হয়েছে। কথা দিয়ে মানুষকে মুগ্ধ করে রাখা, তাঁদের প্রশংসা, ভালোবাসা পাওয়া যে কতটা আনন্দের, তা বলে বোঝাতে পারব না। এখন উপস্থাপনাই হয়ে উঠেছে আমার ধ্যান-জ্ঞান।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ