চট্টগ্রামের সীতাকুণ্ডে ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন।
সমবায় কর্মকর্তা আবদুল শহীদ ভূঁইয়ার সভাপতিত্বে ও তপন মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবীবুল্লাহ, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তাবৃন্দ। এতে উপজেলায় সমবায় খাতে অবদান রাখা সমবায় সমিতিগুলোকে ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হয়। পাশাপাশি অতিথিদের শুভেচ্ছা উপহার দেওয়া হয়।
অতিথিরা দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সমবায়ের ভূমিকার প্রশংসা করেন। সমবায় সমিতিগুলোকে জনগণের সঙ্গে আরো নিবিড় হয়ে সেবা দিতে আহ্বান জানান।