হোম > ছাপা সংস্করণ

ভোটের সরঞ্জাম গেল এলাকায়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চতুর্থ ধাপে চট্টগ্রামের তিন উপজেলার ২৭টি ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে কেন্দ্র করে তিন উপজেলায় ব্যালট, ইভিএম মেশিনসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয় থেকে গত বুধবার কিছু সরঞ্জাম পাঠানো হয়। গতকাল বৃহস্পতিবার বাকি সরঞ্জাম পাঠানো হয়।

অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল আলম বলেন, ‘নির্বাচনকে ঘিরে আমাদের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। ব্যালট, ইভিএম মেশিনসহ নির্বাচনী সরঞ্জাম উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে।’ এসব সামগ্রী নির্বাচনের আগের দিন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা কেন্দ্রে কেন্দ্রে পাঠিয়ে দেবেন।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর কর্ণফুলীর জুলধা, শিকলবাহা, চরলক্ষ্মা, বড়উঠান ইউনিয়ন পরিষদ, পটিয়ার কোলাগাঁও, হাবিলাসদ্বীপ, কুসুমপুরা, জিরি, আশিয়া, কাশিয়াইশ, জঙ্গলখাইন, বড়লিয়া, ধঘাট, কেলিশহর, হাইদগাঁও, দক্ষিণ ভূর্ষি, ভাটিখাইন, ছনহরা, কচুয়াই, খরনা ও শোভনদণ্ডী ইউনিয়ন এবং লোহাগাড়ার বড়হাতিয়া, পদুয়া, চরম্বা, কলাউজান, পুটিবিলা ও চুনতি ইউপির ভোট হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ