চারঘাট উপজেলায় শ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে সম্মাননা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদ্যাপন উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় এই সম্মাননা দেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরার সভাপতিত্বে পাঁচ ক্যাটাগরিতে পাঁচজন নির্বাচিত নারীকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতার সম্মানে ভূষিত করা হয়। নির্বাচিত ব্যক্তিদের মধ্যে রয়েছেন সফল জননী হিসেবে আজমিরা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় নাজনিন নাহার ডৈজী, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমী জীবন শুরু ক্যাটাগরিতে জাহানারা বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী হিসেবে জেসমিন আরা বেগম এবং অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে খালেদা খাতুন।