কুষ্টিয়ার কুমারখালীতে নিখোঁজের একদিন পর কালী নদী থেকে আবদুল খালেক শাহ (৬২) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার চাপড়া ইউনিয়নের কালি নদীতে থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। খালেক ওই ইউনিয়নের পার সাঁওতা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন আবদুল খালেক। অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। পরে গতকাল সকালের দিকে পাশের কালী নদী থেকে লাশ অবস্থায় স্থানীয়রা তাঁর উদ্ধার করেন। জানা গেছে, আবদুল খালেক মৃগী রোগী ছিলেন।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, আবদুল খালেক সোমবার থেকে নিখোঁজ ছিলেন। গতকাল সকালে কালী নদী থেকে স্থানীয়রা তাঁর ভাসমান লাশ উদ্ধার করে পুলিশকে খবর দেন। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়ে। ওসি আরও বলেন, আবদুল খালেকের মৃগী রোগ ছিল বলে জানান তাঁর স্বজনেরা।