কুড়িগ্রামের ফুলবাড়ীতে সিসি ক্যামেরার ফুটেজ দেখে অটোরিকশা ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে ফুলবাড়ী সদর ইউনিয়নের নাগদহ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গতকাল দুপুরে গ্রেপ্তারকারীদের আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের নাগদহ গ্রামের আহাম্মুদুর রহমান (২৯) ও সাদ্দাম হোসেন (১৫)।
মামলা সূত্রে জানা গেছে, গত রোববার রাতে ফুলবাড়ী বাজার থেকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ভুরিয়ারকুটি গ্রামের অটোচালক নুরনবী মিয়ার অটোরিকশা ভাড়া নিয়ে নাগদহ অভিমুখে রওনা দেন ছিনতাইকারী সাদ্দাম হোসেন। অটোরিকশাটি নাগদহ মাদ্রাসার কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা চক্রের অন্যান্য সদস্যরা চালককে মারপিট করে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। পরে ফুলবাড়ী বাজারের সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা করে আটক আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।