পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততা মোকাবিলায় বসানো হচ্ছে ২৮৩টি পানির ট্যাংক। ইউএনডিপির অর্থায়নে গতকাল রোববার সকালে এ পানির ট্যাংকের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। লতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস এর উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ডিএসকে প্রজেক্ট ম্যানেজার ধনেশ চন্দ্র শীল, লতা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মঙ্গল মণ্ডল, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জগদীশ মণ্ডল, ইউপি সদস্য বিজন হালদার, ফেরদৌস ঢালি, আজিজুল বিশ্বাস, মহিলা সদস্য বিনতা বিশ্বাস, রীনা পারভিন, সহকারী প্রকৌশলী তন্ময় হালদার, সুপারভাইজার জয়ন্ত আচার্য, সাবেক ইউপি সদস্য মীর ইব্রাহিম খলিল পরান, লতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিথুন সরকার, ছাত্রনেতা দীপায়ন বিশ্বাস, আশিক সরকার, অমৃত লাল সরদার, আলাউদ্দিন সানাসহ সব উপকারভোগী।
এদিকে দাকোপের সুতারখালী ইউনিয়নে বাস করেন প্রায় সাড়ে ৮ হাজার পরিবার। এখানে প্রায় সারা বছরই চলে সুপেয় পানির সংকট। এই সংকট নিরসনে ইতি মধ্যে বিভিন্ন এলাকায় আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনটি স্থাপন করেছেন ২৮০টি টিউবওয়েল।
টিউবওয়েলগুলো থেকে প্রতিদিন আশপাশের অসংখ্য পরিবার সুপেয় পানির চাহিদা মেটাচ্ছেন বলে এলাকার অনেকেই জানান। এ ছাড়া ২০ মসজিদে মুসল্লিদের জন্য নির্মাণ করেছেন অজুখানা।