৮০ বছরের বৃদ্ধা সারবানু। ঠিকমতো হাঁটাচলাও করতে পারেন না। অধিকাংশ সময় কাটে বিছানায়। ভাতিজার কোলে চড়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট দিতে আসেন তিনি।
এই দৃশ্যের দেখা মেলে চুনারুঘাটের উবাহাটা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বড় কোট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
এদিকে সুন্দর পরিবেশে ভোট দিতে পেরে খুশি সারবানু। তিনি উচ্ছ্বাসিত হয়ে বলেন, ‘মনে মনে কইছলাম বোট (ভোট) দিতাম না। পরে আমার ভাতিজা কইল বোট কেন্দ্ররত নিয়া যাইব। সে আমারে কোলে কইরা নিয়া আইছে। লাইনেও খাড়নি (দাঁড়ানো) লাগছে না। গিয়াঅই বোট দিয়া আইছি।’
তিনি আরও বলেন, ‘এখন কবরে যাওয়ার সময় এসে গেছে। আর কোনো বোট দিতা পারমু কি না ঠিক নাই। ভাবলাম জীবনের শেষ বোটটা দিয়া আসি।’
সারবানুর ভাতিজা রাসেল মিয়া বলেন, ‘আমার চাচির বয়স প্রায় ৮০ বছর। তিনি চলাফেরা করতে পারেন না। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলেও কোলে করে নিতে হয়।’