এমন অনেকেই আছেন, যাঁরা পরিচিতি পেয়েছেন অমিতাভ বচ্চনের কণ্ঠ নকল করে। তাঁর অঙ্গভঙ্গি, তাঁর অভিনয়ের ধরন অনুকরণ করে স্টেজ মাতান অনেক শিল্পী। তবে সেসব ‘মিমিক’ শিল্পীদের জন্য দুঃসংবাদ—আর নকল করা যাবে না অমিতাভ বচ্চনকে। বিগ বির আবেদনের ভিত্তিতে গতকাল শুক্রবার দিল্লি হাইকোর্ট অনুমতি ছাড়া অমিতাভের কণ্ঠস্বর নকল ও ছবি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন।
গতকাল দিল্লি হাইকোর্টের দারস্থ হয়েছিলেন অমিতাভের আইনজীবী। হাইকোর্টে আবেদন করা হয়, অমিতাভের নাম, কণ্ঠস্বর, ছবি ও ব্যক্তিত্বের ওপর শুধু তাঁরই অধিকার থাকবে। অন্য কারও থাকবে না। অর্থাৎ অমিতাভকে মিমিক বা নকল করে সোশ্যাল মিডিয়ায় অনেকেই অর্থ উপার্জন করেন। বিশেষ করে এই শিল্পীদের ওপরই নিষেধাজ্ঞা জারি হয়েছে।
বিগ বির আইনজীবী হাইকোর্টে জানিয়েছেন, সম্প্রতি ‘অমিতাভবচ্চন ডটকম’ নামের একটি ডোমেইন বিক্রি হয়েছে। সেটি যিনি নিজের জন্য নথিভুক্ত করেছেন, তাঁর সঙ্গে নাকি অমিতাভের কোনো সম্পর্ক নেই! এমনকি অমিতাভের ছবি ব্যবহার করে লটারির টিকিটও বিক্রি হচ্ছে, যার সঙ্গে অভিনেতা কোনোভাবেই যুক্ত নন। এর ফলে বিগ বির নিজস্বতা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আদালতে আভাস দিয়েছেন আইনজীবী। তিনি কিছু উদাহরণ দিয়ে আদালতকে বলেন, ‘কেউ অমিতাভ বচ্চনের ছবি ব্যবহার করে টিশার্ট বানাচ্ছেন। কণ্ঠ ও অভিনয় নকল করছেন। কেউ তাঁর পোস্টার বিক্রি করছেন। কেউ তো সব মাত্রা ছাড়িয়ে তাঁর নামের ডোমেইন রেজিস্টার করে নিয়েছেন। এর ফলে অমিতাভ বচ্চনের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। এ কারণেই আমরা আদালতের দ্বারস্থ হতে বাধ্য হয়েছি।’