কুড়িগ্রাম-যাত্রাপুর সড়কের শুলকুর বাজার এলাকায় নির্মাণাধীন সেতুর বিকল্প রাস্তায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে পাঁচ ইউনিয়নের মানুষকে। তাই রাস্তা সংস্কারের কাজে এগিয়ে এসেছেন সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার। এমনকি নিজের মাথায় মাটির ঝুড়ি নিয়ে কাজ করার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে অনেকে তাঁর প্রশংসা করছেন।
গত শুক্রবার দুপুরে দলীয় নেতা-কর্মীদের নিয়ে নির্মাণাধীন সেতুর বিকল্প রাস্তা সংস্কার করার এমনি চিত্র দেখা গেছে।
জানা গেছে, শুলকুর বাজারের নির্মাণাধীন সেতুর বিকল্প রাস্তা ভেঙে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে পার্শ্ববর্তী পাঁচ ইউনিয়নের মানুষ। প্রতিদিনে পথচলা মানুষের কাঙ্ক্ষিত যোগাযোগব্যবস্থার বেহাল দশা দেখে ওই ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার নেতা-কর্মীদের নিয়ে নিজেই মাটি কাটার কাজে নেমে পড়েন। তাঁদের পরিশ্রমের পর রাস্তাটি চলাচলের উপযোগী হয়।
এ বিষয়ে পাঁচগাছী ইউপির চেয়ারম্যান মো. আব্দুল বাতেন সরকার বলেন, ‘এ রাস্তায় যাতায়াতকারী মানুষের খুবই সমস্যা। তাই আমার দলের মোজাহিদ ভাইদের নিয়ে চলাচলের জন্য উপযোগী করেছি।’