চার বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে তিন বছরে নামিয়ে আনার প্রতিবাদসহ চার দফা দাবি বাস্তবায়নে নীলফামারীতে মানববন্ধন করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ।
গতকাল বুধবার দুপুরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী কার্যালয়ের সামনে এই মানববন্ধন করা হয়।
নীলফামারী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সিদ্দিক সফিকুল আলমের সভাপতিত্বে এতে বক্তব্য দেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী কার্যালয়ের সহকারী প্রকৌশলী আবু তাহের, জেলা সংগ্রাম পরিষদের সদস্যসচিব ফরহাদ আলী, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) জেলা কমিটির সভাপতি আব্দুল মান্নান বসুনিয়া ও সাধারণ সম্পাদক হায়দার আলী, আইডিইবি কিশোরগঞ্জ উপজেলা সভাপতি প্রতাপ চন্দ্র রায় প্রমুখ।