হোম > ছাপা সংস্করণ

মায়ের কোল ফিরে পেল শিশু আব্দুল্লাহ

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের মতলব দক্ষিণ থানা-পুলিশের তৎপরতায় মায়ের কোলে ফিরে এল অবুঝ শিশু আব্দুল্লাহ। মাদকাসক্ত বাবা ইমরান হোসেন নেশার টাকা জোগাড় করতে না পেরে দেড় বছরের শিশু আব্দুল্লাহকে বিক্রি করে দেন এক নিঃসন্তান দম্পতির কাছে। পরে শিশুর মা বিষয়টি মতলব দক্ষিণ থানায় জানালে তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধারে পদক্ষেপ নেয় পুলিশ। গত সোমবার রাতে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেয় পুলিশ।

জানা গেছে, মতলব পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাবুরপাড়া গ্রামের প্রধানীয়া বাড়ির বাসিন্দা ইমরান হোসেন। ৪ জুন শিশুটিকে ২০ হাজার টাকায় বিক্রি করে দেন মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের মোসলেম উদ্দিনের মেয়ে রুমা আক্তারের কাছে। শিশুর মা লামিয়া বেগম বিষয়টি মতলব দক্ষিণ থানায় জানান।

পরে পুলিশ অভিযান চালিয়ে মতলব উত্তর উপজেলার চর লক্ষ্মীপুর গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয়।

স্ত্রী-সন্তানের তেমন খোঁজখবর রাখেন না ইমরান হোসেন। তাই তাঁর স্ত্রী ভিক্ষাবৃত্তি করে সংসার চালান। ঘটনার পর থেকে ইমরান পলাতক রয়েছেন।

মতলব দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, ইমরান হোসেন মাদকের টাকা জোগাড় করতে সন্তানকে ২০ হাজার টাকায় বিক্রি করে দেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, লামিয়া বেগম থানায় এসে বিষয়টি জানান। সঙ্গে সঙ্গে পুলিশ তাঁর সন্তানকে খুঁজতে বিভিন্ন জায়গায় অভিযান চালায়। পরে মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চরলক্ষ্মীপুর থেকে শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ