হোম > ছাপা সংস্করণ

ভাঙা সড়কের মেরামত শুরু, পথচারীর স্বস্তি

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার রুদ্রেশ্বর মিলনবাজার এলাকায় কাকিনা-রংপুর সড়কের ভেঙে যাওয়া অংশের মেরামত শুরু হয়েছে। গত রোববার থেকে কাজ শুরু করেছেন ঠিকাদার। এতে পথচারীদের মাঝে স্বস্তি দেখা দিয়েছে।

গত বছরের ২০ অক্টোবর তিস্তার প্রবল স্রোতে সড়কটির প্রায় ২০০ মিটার অংশ ভেঙে যায়। এতে ওই সড়ক দিয়ে তিন দিন যোগাযোগ বন্ধ থাকে।

পরে সড়কটির পাশের বাড়ির উঠানের কিছু অংশ দিয়ে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। সেই থেকে ওই রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলছে।

পরে এলজিইডি লালমনিরহাট দরপত্র আহ্বান প্রক্রিয়া শেষে ৮৪ লাখ ৪৮ হাজার ১৬৮ টাকায় ঠিকাদার নির্বাচন করে কার্যাদেশ দিলে গত রোববার রাস্তার কাজ শুরু করেন ঠিকাদার। এতে সড়কে যাতায়াতকারীদের মধ্যে স্বস্তি দেখা গেছে।

অটোচালক আহেদুল ইসলাম বলেন, ‘সড়কটির ভাঙা অংশের মেরামতকাজ শুরু হয়েছে। এতে স্বস্তি নিয়ে চলাচল করতে পারব।’

কাকিনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. তাহির তাহু বলেন, গুরুত্বপূর্ণ এ সড়ক ভেঙে যাওয়ার পাঁচ মাসের মধ্যে মেরামতকাজ শুরু হয়েছে। এ জন্য সমাজকল্যাণমন্ত্রী ও এলজিইডি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।

কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী আবু তৈয়ব মো. শামসুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘দরপত্র প্রক্রিয়া শেষে দুই প্যাকেজে সড়কটির মেরামতের কাজ শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে শেষ হবে আশা করি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ