হোম > ছাপা সংস্করণ

পেরেকে জর্জরিত গাছ

পীরগাছা প্রতিনিধি

পীরগাছায় জীবন্ত গাছের গায়ে পেরেক মেরে ঝুলিয়ে দেওয়া হচ্ছে বিজ্ঞাপন। বিশেষ করে রাস্তার ধারের গাছগুলোতে ছোটবড় সাইনবোর্ড লাগিয়ে প্রচার করা হচ্ছে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের। এতে করে গাছের জীবনীশক্তি দুর্বল হয়ে যায় বলে মনে করছেন পরিবেশবিদরা।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে, রাস্তার পাশের গাছে গাছে টাঙানো হয়েছে নানা আকৃতির সাইনবোর্ড। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, প্রাইভেট পড়ানো, কোচিং সেন্টার ও প্রশিক্ষণকেন্দ্রে ভর্তির বিজ্ঞপ্তি আর হারবাল চিকিৎসাসহ নানা ব্যবসাপ্রতিষ্ঠানের বিজ্ঞাপনের ঢেকে আছে গাছগুলো। সেই সঙ্গে ঝুলছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ছবিসহ ব্যানার, বিলবোর্ড ও সাইনবোর্ড।

এসব সাইনবোর্ড টাঙাতে বড় বড় পেরেক ও নাইলনের রশি ব্যবহার করা হয়েছে। ফলে বাড়ন্ত গাছগুলো এসবের চাপে পড়ে থমকে দাঁড়িয়েছে।

পেরেক ঠুকে সাইনবোর্ড লাগানো গাছের জন্য ক্ষতিকর বলে জানান পীরগাছা সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মো. মশিয়ার রহমান। তিনি বলেন, পেরেক বসানোয় গাছ থেকে রস নির্গত হওয়ার ফলে গাছের মারাত্মক ক্ষতি হয়।

সামাজিক আন্দোলন মানবতার সেবায় আমরার পরিচালক প্রভাষক রফিকুল হাসান বলেন, ‘গাছ আমাদের প্রাকৃতিক বন্ধু। কিছু মানুষ না বুঝে গাছে পেরেক মেরে নিজেদের পরিচয় দিচ্ছে। এ বিষয়ে গণসচেতনতা সৃষ্টি করা দরকার।’

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল আলম জানান, গাছের তিনটি কোষের স্তর আছে। গাছের বুকে পেরেক মারার ফলে গাছগুলো কালো আকার ধারণ করে, সরবরাহ কোষ ক্ষতিগ্রস্ত হয়। ফলে মাটি থেকে পানি ও খনিজ লবণ সঠিকভাবে শোষণ করতে পারে না। একসময় গাছটি মারা যায়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ