নতুন স্বপ্ন হাতছানি দিয়ে ডাকছে বাংলাদেশের মেয়েদের। দলের সেরা খেলোয়াড় শামসুন্নাহার জুনিয়রকে ছাড়াই গত পরশু কমলাপুর স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে তুর্কমেনিস্তানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছেন আকলিমা খাতুন-স্বপ্না রানীরা।
আজ ‘এইচ’ গ্রুপে ইরানের বিপক্ষে জয় পেলে নতুন এক স্বপ্নপূরণ হবে বাংলাদেশের। প্রথমবারের মতো খেলবে এশিয়ান কাপের বাছাইপর্বে। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে শামসুন্নাহারকে পাওয়া নিয়ে সংশয় রয়েছে কোচ গোলাম রব্বানী ছোটনের। তুর্কমেনিস্তানের বিপক্ষে জিতলেও নিয়মিত অধিনায়ককে না পাওয়ার অভাবটা ঠিকই বোঝা গেছে ম্যাচে।
কোচ ছোটন জানান, শামসুন্নাহার থাকলে ম্যাচে গোলসংখ্যা আরও বাড়ত। একই মাঠে আজ ইরানের বিপক্ষে জিততে দলে আরও উন্নতি করা দরকার বলে মনে করেন তিনি। তুর্কমেনিস্তানের বিপক্ষে গোলের সুযোগ নষ্ট হলেও ইরানের বিপক্ষে সেই ভুল করতে চান না কোচ ছোটন। স্বপ্নপূরণের লক্ষ্যে এ ম্যাচ নিয়ে বেশ সতর্ক তিনি, ‘আমরা চেষ্টা করেছি। একসময় গোল পেয়েছি। তবে ইরানের বিপক্ষে হয়তো আগের ম্যাচের মতো সুযোগ আসবে না। সুযোগ এলে সেটা কাজে লাগাতে হবে। জয় নিয়েই মাঠ ছাড়তে চাই আমরা।’
গ্রুপে একটি করে ম্যাচ খেলে দুই দলই পেয়েছেন সমান ৩ পয়েন্ট। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় চূড়ান্ত পর্বে যেতে হলে ইরানকে হারাতেই হবে বাংলাদেশকে। এর আগে ইরান ৭-১ গোলে হারায় তুর্কমেনিস্তানকে। প্রতিপক্ষকে তাই সমীহই করছেন ছোটন, ‘ইরান শক্তিশালী দল। ওদের কজন খেলোয়াড় বেশ ভালো খেলে। তবে আমরা জিততেই মাঠে নামব।’