গুচ্ছ পদ্ধতিতে স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অনুষ্ঠিত হয়েছে। এর মধ্য দিয়ে শেষ হলো সারা দেশের ২০টি সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য গুচ্ছ পদ্ধতিতে নেওয়া পরীক্ষার কার্যক্রম।
গতকাল সোমবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চারটি একাডেমিক ভবনে স্বাস্থ্যবিধি মেনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বাণিজ্য বিভাগের অন্তর্ভুক্ত ১ হাজার ৭৬৮ জন শিক্ষার্থী ‘সি’ ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণ করেন।
এর আগে গত ২৪ অক্টোবর মানবিক বিভাগের ৩ হাজার ৬০০ জন শিক্ষার্থী ‘বি’ ইউনিটে এবং ১৭ অক্টোবর বিজ্ঞান বিভাগের ৩ হাজার ৬০০ শিক্ষার্থী ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আঞ্চলিক কেন্দ্র হিসেবে বেরোবিতে পরীক্ষায় অংশগ্রহণ করেন।
একটি পরীক্ষার মাধ্যমে সারা দেশের ২০টি সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ মেলায় খুশি শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা। এতে করে ভোগান্তি ও অর্থ ব্যয় কমেছে বলে মন্তব্য করেছেন তাঁরা।
গতকাল বেরোবির প্রক্টর গোলাম রব্বানী বলেন, স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়নি।