আগামী ১১ নভেম্বরের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জোরপূর্বক ব্যালটে হাত দিলেই গুলি করার হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা জেলা প্রশাসক মো. কামরুল হাসান। গত সোমবার বিকেলে তিতাস উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক মো. কামরুল হাসান বলেন, ‘এবারের ইউপি নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ। কারও ইশারায় যদি কেউ দাঙ্গা-হাঙ্গামা করলে তার খেসারত দিতে হবে। আমরা চাই, শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সকলে নির্বাচনে অংশগ্রহণ করেন। কোনো রক্তপাত ছাড়া যেন নির্বাচন সম্পন্ন হয়।’
তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম মোর্শেদের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পুলিশ সুপার পিপিএম (বার) ফারুক আহমেদ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল আলম। এ ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর আহমেদ, তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস, তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রমুখ।