হোম > ছাপা সংস্করণ

চকরিয়ায় প্রার্থীদের উঠান বৈঠক

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

চকরিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এখনো প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি। তবে প্রার্থীদের প্রচারে সরব পুরো এলাকা।

ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোট ও দোয়া চাওয়ার পাশাপাশি উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন।

ইউপি চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের সমর্থকদের উঠান বৈঠক ও গণসংযোগে প্রার্থীরা রাত-দিন ব্যস্ত সময় পার করছেন। উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সরেজমিনে দেখা গেছে, ভেওলা মানিকচর ইউপির আওয়ামী লীগের প্রার্থী সাবেক চেয়ারম্যান বদিউল আলম বহদ্দারকাটা মধ্যপাড়ায় উঠান বৈঠক করেছেন।

বদিউল আলম বলেন, ‘আমি এ ইউপিতে পাঁচ বছর চেয়ারম্যান ছিলাম। রাস্তাঘাট উন্নয়ন, কালভার্ট ও শতভাগ নাগরিক সেবা দিয়েছি। এবার দল আমাকে মনোনয়ন দিয়েছেন। উন্নয়নের স্বার্থে ভোটাররা আমাকেই ভোট দেবেন।’

কৈয়ারবিল ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান পদে এবার প্রথম নির্বাচনে লড়ছেন আফজল উর রহমান। আফজল বলেন, ‘আমার বাবা এ ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। সারা জীবন তিনি এলাকার মানুষের জন্য কাজ করেছেন। আমি বিজয়ী হব বলে আশা করছি।’

লক্ষ্যারচরে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন মো. আওরঙ্গজেব বুলেট। তিনি সকাল ৮টায় জিদ্দাবাজার এলাকায় গণসংযোগ করছিলেন। তিনি বলেন, ‘আমি বিজয়ী হব বলে আশা করছি।’

চকরিয়ায় তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনে উপজেলার ১০টি ইউপিতে চেয়ারম্যান পদে ৭৩ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৩৩ জন ও সাধারণ সদস্য পদে ৩৮৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ