চট্টগ্রামের সীতাকুণ্ডে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে লায়লা বেগম (৪৫) নামের এক নারীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়া এলাকার মনকাজি বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় গতকাল সন্ধ্যায় বাদী হয়ে সীতাকুণ্ড থানায় লিখিত অভিযোগ করেছেন লায়লা বেগম। এ আসামি করা হয়েছে ইয়াছিন, ইব্রাহিম, জেবল হক, জিসান ও জহিরুল ইসলামকে।
লায়লা বেগম বলেন, ‘সম্পত্তি নিয়ে বিরোধের জেরে গতকাল দুপুরে তাঁরা আমার বসতভিটায় হামলা করেন। এ সময় তাঁরা আমার বসতঘরের আলমারিতে রাখা নগদ দুই লাখ টাকা নিয়ে গেছে।’
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক টিবলু মজুমদার বলেন, ‘হামলার অভিযোগ এক নারী থানায় অভিযোগ করেছেন। বিষয়টির তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।