কালিহাতীতে বাড়ির পাশের খাদের পানিতে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম একই এলাকার সোহরাওয়ার্দী তালুকদারের ছেলে।
নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশু সিয়াম বাড়ির আঙিনায় খেলা করছিল। তাঁর মা পাশেই কাজ করছিলেন। খেলার একপর্যায়ে শিশুটি বাড়ির পাশের খাদে পড়ে যায়। শিশুটিকে না পেয়ে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি শুরু করেন।
মাসুদ তালুকদার আরও বলেন, এ সময় খাদের পাশে সিয়ামের হাতে থাকা রুটি বানানোর বেলন পড়ে থাকতে দেখতে পান বাড়ির লোকজন। পরে ওই খাদ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।