হোম > ছাপা সংস্করণ

৯ ইটভাটায় অভিযান ৫ লাখ টাকা জরিমানা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ে গত দুদিনে ৯ ইটভাটায় ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে গত এক সপ্তাহে উপজেলায় অবৈধভাবে পাহাড় কেটে মাটি বিক্রি ও খাল থেকে খননযন্ত্র দিয়ে বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর আগে এসব বিষয়ে আজকের পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় এসব অভিযান পরিচালনা করা হয়।

রামগড় উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের দাঁতারাম পাড়া এলাকার ৫টি ভাটায় অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে শনিবার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সোনাইপুলে চারটি ব্রিকসে অভিযান চালিয়ে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে গত শনিবার পৌরসভার বাগানটিলা এলাকায় অবৈধভাবে পাহাড় কেটে মাটি বিক্রির অপরাধে নজরুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বালু উত্তোলনের অপরাধে গত সোমবার সন্ধ্যায় রামগড়ের খাগড়া বিল এলাকায় মোহাম্মদ মোস্তফা নামের এক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা জানান, অনুমোদনহীন করাতকলে বনের গাছ চেরাই, অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলন আইনগত অপরাধ। অবৈধ করাতকল, পাহাড় কেটে মাটি বিক্রি এবং অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সোচ্চার রয়েছে প্রশাসন। অভিযোগ পেলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ