হোম > ছাপা সংস্করণ

কৌশলী বঙ্গবন্ধু

মুনতাসীর মামুন

সাতই মার্চের দিনটিতে ভাষণ দেওয়ার আগে বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটিতে অনেক মানুষের ভিড়। প্রত্যেকেই উদ্গ্রীব—ভাষণে কী বলবেন বঙ্গবন্ধু?

ছাত্রনেতাদের মধ্যে সিরাজুল আলম খান যখন বারবার বঙ্গবন্ধুর কাছে পীড়াপীড়ি করছিলেন স্বাধীনতা ঘোষণার জন্য, তখন বঙ্গবন্ধু যে কথা বলেছিলেন, তা আজও ভোলেননি শেখ হাসিনা। বঙ্গবন্ধু বলেছিলেন, ‘সিরাজ, লিডার শুড লিড দ্য ল্যাড। ল্যাড শুড নট লিড দ্য লিডার। কী করতে হবে আমি জানি। তোমরা তোমাদের কাজ করো। যাও।’

তখনকার যে অবস্থা, তার অনেক খবরই জাতির পিতার পরিবারের সদস্য হিসেবে শেখ হাসিনারা পেতেন। ওই সময় পাকিস্তানিরা সম্পূর্ণ প্রস্তুত ছিল। তাদের যুদ্ধবিমান তৈরি ছিল, হেলিকপ্টার তৈরি ছিল। সাতই মার্চের ভাষণে তিনি কী বলবেন, সে অনুযায়ী অ্যাকশন প্ল্যান রেডি ছিল পাকিস্তানিদের। তাই জাতির পিতাকে কৌশলী হতে হয়েছে।

সাতই মার্চের কথা শেখ হাসিনা বলেছেন এভাবে, ‘আমি আব্বার মাথার কাছে বসে আস্তে আস্তে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম। এটা ছিল আমার রুটিন ওয়ার্ক। আমি সব সময় করতাম। ভাবতাম, এটা করতে না পারলে আমার জীবন বৃথা। আব্বা যখন খাটে শুতেন, বালিশটা নামিয়ে আমার বসার জন্য একটা জায়গা করে দিতেন। আমি আব্বার কাছে বসে মাথায় হাত বোলাচ্ছিলাম। মা পাশে এসে বসলেন। বললেন, “আজ সারা দিন দেশের মানুষ তোমার দিকে তাকিয়ে আছে। সামনে তোমার বাঁশের লাঠির জনগণ, পেছনে বন্দুক। এই মানুষদের তোমাকে বাঁচাতেও হবে—এই মানুষদের আশা-আকাঙ্ক্ষা পূরণও করতে হবে। অনেকে অনেক কথা বলবে—তোমার মনে যে ঠিক চিন্তাটা থাকবে—তুমি সেই কথাটা বলবে—আর কারও কথায় কান দেবে না। তোমার নিজের চিন্তা থেকে যে কথা আসবে, সেটা সভাতে বলবে।”’

বঙ্গবন্ধু কোনো লিখিত ভাষণ দেননি। তিনি সেদিন রচনা করেছেন এক স্বতঃস্ফূর্ত মহাকাব্য।

সূত্র: মুনতাসীর মামুন, বঙ্গবন্ধুসমগ্র, পৃষ্ঠা ৪২৮

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ