ফেনীর সোনাগাজী উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সোনাগাজী নিউ ফুড গার্ডেনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোতাহের হোসেন চৌধুরী রাসেদ।
উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন মজুমদার ভিপি, ফেনী সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজিজুল রসুল মিলন, উপজেলা জাতীয় পার্টির সাবেক আহ্বায়ক আবু তাহের মিয়াজী।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি মফিজুল হক পাটোয়ারী, হাসান রাজা চৌধুরী, ফেনী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক জাহিদ প্রমুখ।