হোম > ছাপা সংস্করণ

মাদ্রাসার অনিয়ম নিয়ে লিফলেট

পুঠিয়া প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়ায় একটি হাফিজিয়া মাদ্রাসার বিভিন্ন অনিয়ম উল্লেখ করে রাতের আঁধারে লিফলেট ছড়িয়ে দেওয়া হয়েছে। আর এ ঘটনায় কয়েকটি গ্রামে চলছে নানা সমালোচনা।

গতকাল শনিবার সকালে উপজেলার বারইপাড়া গ্রাম ঘুরে দেখা গেছে, রাস্তার মোড়ে এবং বিভিন্ন বাড়ির আশপাশে হ্যান্ড লিফলেট পড়ে আছে। লিফলেটে বারইপাড়া হাফিজিয়া মাদ্রাসার সভাপতি অধ্যক্ষ গোলাম ফারুক ও মাদ্রাসার শিক্ষক শফিকুল ইসলাম সুজনের অর্থ আত্মসাৎ ও মাদ্রাসার জমি দখলসহ বিভিন্ন অনিয়ম তুলে ধরা হয়েছে। গোলাম ফারুককে একটি চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর শফিকুল ইসলামকে ধর্ষণচেষ্টাকারী এবং কথিত জিনের বাদশা হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ওই মাদ্রাসায় রাতের আঁধারে একটি জঙ্গি সংগঠনের কার্যক্রম চলে বলেও উল্লেখ করা হয়। তবে কারা এই লিফলেট ছড়িয়েছে তা নিয়ে পুরো গ্রামে চলছে তোলপাড়।

অভিযোগের বিষয়ে শফিকুল ইসলাম সুজন বলেন, ‘আমার বিরুদ্ধে কিছু লোকজন ষড়যন্ত্র করছেন। তারা রাতের আঁধারে মিথ্যা বানোয়াট লিফলেট বিতরণ করছে।’

মাদ্রাসার সভাপতি গোলাম ফারুক বিভিন্ন অনিয়মের বিষয়গুলো অস্বীকার করে বলেন, ‘মাদ্রাসাকে কেন্দ্র করে স্থানীয় একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, মাদ্রাসার অনিয়ম নিয়ে লিফলেট বিতরণ করার বিষয়টি তাঁর জানা নেই। তবে কেউ অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ