চারপাশে মিষ্টি সুবাস ছড়াচ্ছে গাছভর্তি আমের মুকুল। দেখে যেন সবারই মন জুড়িয়ে যায়। সাতক্ষীরার তালা উপজেলায় এমন দৃশ্যের দেখা মিলছে। গাছভরা দৃষ্টিনন্দন মুকুল জানান দিচ্ছে ভালো ফলনের।
উপজেলার আমগাছগুলোতে এবার প্রচুর মুকুল এসেছে। আর কিছুদিন পর গাছ ভরা এসব মুকুল পরিণত হবে গুটি আমে। এরপর মধুমাসে এসব গুটি আম রূপ নিবে পরিপক্ব আমে। তাই এ বছর আম চাষে একটু বাড়তি লাভের স্বপ্ন দেখছে এ উপজেলার চাষিরা।
উপজেলার কয়েকটি আমবাগান ঘুরে দেখা গেছে, চাষিরা তাদের বাগানগুলোর বাড়তি পরিচর্যা করছেন। পোকা-মাকড়ের আক্রমণ ঠেকাতে স্থানীয় কৃষি অধিদপ্তরের পরামর্শ অনুযায়ী ওষুধও স্প্রে করছেন তাঁরা। এ বছরে প্রাকৃতিক দুর্যোগ খুব বেশি না হলে আমের বাম্পার ফলনের আশা করছে এখানকার বাগান মালিকেরা।
হরিশ্চন্দ্রকাটি গ্রামের কৃষক লক্ষন ঘোষ জানান, দিন বিশেক আগে তার বাগানের আম গাছগুলোতে মুকুল আসা শুরু করে। ১০ বিঘা জমির বাগানে প্রতিটি গাছ আমের মুকুলে ছেয়ে গেছে। চলতি মৌসুমে যদি আবহাওয়া ভালো থাকে, আমের ফলন ভালো হবে। লাভের পরিমাণও অন্যান্য বছরের তুলনায় বেশি হবে বলে আশা করছেন এই কৃষক।
কলিয়া গ্রামের আব্দুল আজিজ প্রতি বছর বাগান লিজ নিয়ে আম চাষ করেন। এবারও তিনি আমের বাগান লিজ নিয়েছেন। তিনি জানান, গাছে মুকুল আসার পরপরই বাগানের প্রতিটি গাছে পরিচর্যা শুরু করেছেন তিনি। দেশের বিভিন্ন অঞ্চলের পাইকারি ব্যবসায়ীর কাছে আম বিক্রি করেন তিনি।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন জানান, দু’সপ্তাহ থেকে গাছে আমের মুকুল আসতে শুরু করেছে। এই অঞ্চলের আম খুবই সুস্বাদু। এ বছর ৭ ’শ ৫০ হেক্টর জমিতে আম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।