ঝিনাইদহের মহেশপুরের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত ভ্রমণ শেষে দেশে ফেরার পথে দুই নারীসহ চারজনকে আটক করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার যাদবপুর বর্ডার আউট পোস্ট (বিওপি) এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার চরহোগলা বুনিয়া গ্রামের মো. কবির হাওলাদার (৪০), রাজবাড়ী জেলার পাংশা থানার মহিষডাঙ্গা গ্রামের মো. দিলবার হোসেন (৩৫), যশোর জেলার কোতয়ালী থানার গুরুলিয়া গ্রামের মোছা. লিজা খাতুন (২৬), একই থানার তেজরোল গ্রামের মোছা. কাজল রেখা (২৮)।
বিজিবি-৫৮ সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান বলেন, মঙ্গলবার ভোরে উপজেলার যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত শূন্য লাইন দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে চার নারী-পুরুষকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ অনুযায়ী মহেশপুর থানায় মামলা দায়েরের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়।