নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সৌন্দর্যচর্চায়
ঘরোয়া ও হারবাল উপাদান ব্যবহার করেন।
ত্বকের যত্নে প্যাক
শসা, মধু, ডিম, মুলতানি মাটির প্যাক ব্যবহার করেন।
ফেসিয়াল
প্রতি মাসে একবার।
শুষ্কতা দূর করতে
মুখে অয়েল ম্যাসাজ করেন।
হাত-পা ও শরীরে
অ্যালোভেরা ব্যবহার করেন।
চুলে
রং করান। পারলারে হেয়ার ট্রিটমেন্ট করান।
নখ সাজাতে
বিভিন্ন রঙের নেইল পলিশ ব্যবহার করেন।
হাত-পায়ের যত্নে
ঘরেই করেন ম্যানিকিওর ও পেডিকিওর।
চোখে
লেন্স ব্যবহার করেন।
ফিটনেসের জন্য
নিয়মিত হাঁটেন। গ্রিন-টি, ডিটক্স ওয়াটার পান করেন নিয়মিত।
প্রিয় খাবার
বার্গার, চায়নিজ ও সি ফুড।