হোম > ছাপা সংস্করণ

লোকসানের মুখে আলুচাষি

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

আলু চাষ করে লোকসানের মুখে পড়েছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের চাষিরা। উপজেলায় প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৬ টাকায়। এতে চাষিদের খরচ উঠছে না।

কৃষি কার্যালয় জানায়, চাষিরা আলু চাষ বেশি করায় এবং বাজারে আমদানি পরিমাণে ভালো থাকায় দাম কমে গেছে। এটা কিছুদিন পর আবার স্বাভাবিক পর্যায়ে চলে আসবে।

পীরগঞ্জ উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, এই উপজেলায় চলতি মৌসুমে চার হাজার ১৫০ হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। ইতিমধ্যে ১ হাজার ৩৭ হেক্টর জমির আলু তোলা হয়েছে। আলুর উৎপাদন ধরা হয়েছে প্রতি হেক্টরে ২০ মেট্রিকটন। গত বছর চার হাজার ১০০ হেক্টর জমিতে আলুচাষ হয়েছিল আর উৎপাদন হয়েছিল ৮ লাখ ২ হাজার মেট্রিকটন।

উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া গ্রামের আলুচাষি হাফিজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এবার দুই একর জমিতে আলুচাষ করেছি। বৃষ্টিতে আগাম জাতের আলু পচে নষ্ট হলেও হাল ছাড়িনি। আবার নতুন করে ২৭ টাকা দরে আবারও আলু বীজ কিনে রোপণ করি। কিন্তু পাইকাররা মাঠেই আলু ৬ টাকা কেজি বলছে। যে টাকা আমার খরচ হয়েছে তা অর্ধেকও আসবে না।’

উপজেলার হাজীপুর ইউনিয়ন খটশিংগা গ্রামের আলুচাষি দরিমান আলী বলেন, ‘গত বছর আলুর দাম বেশি ছিল, ফলে কম ফলনেও ভালো লাভ হয়েছিল। এবার বেশি ফলনেও লোকসান হচ্ছে। লাভ তো দূরের কথা, আসলও তুলতে পারছি না।’

হাজীপুর ইউনিয়নের আরেক আলুচাষি দর্প নারায়ণ আজকের পত্রিকাকে বলেন, ‘২ একর জমিতে আলুচাষ করেছিলাম। খরচ হয়েছে বিঘা প্রতি ১৮ থেকে ২০ হাজার টাকা। ৭ টাকা কেজি দরে আলু বিক্রি করলে অনেক লোকসান হবে।’

উপজেলার আলু ব্যবসায়ী শাহীন আলম আজকের পত্রিকাকে বলেন, ‘খেত থেকে ৬ থেকে ৭ টাকা কেজি দরে আলু কিনে ৮ থেকে ৯ থেকে টাকায় বিক্রি করি রাজধানীর কারওয়ান বাজারের আড়তে। বর্তমান বিভিন্ন অঞ্চল থেকে আলু এক সঙ্গে বাজারে আসায় চাহিদা কিছুটা কম। সে কারণে বাজারে দাম নেই। অনেক আলু বেশি দামে কেনা আছে, কিন্তু দাম কমে যাওয়ায় বিক্রি করতে পারছি না।’

উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজেন্দ্র নাথ রায় আজকের পত্রিকাকে বলেন, ‘চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হয়েছে। বাজারে আলুর আমদানি বেশি থাকায় দাম কমে গেছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ