হোম > ছাপা সংস্করণ

জগন্নাথপুরে যান চলাচল বন্ধের আল্টিমেটাম

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

জগন্নাথপুর উপজেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি নিজামুল করিমের ওপর দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। মামলা প্রত্যাহার করা না হলে আগামী ৬ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের যানবাহন চলাচল বন্ধের আল্টিমেটাম দেওয়া হয়।

গতকাল বুধবার দুপুরে উপজেলার পৌর পয়েন্টে পরিবহন সেক্টরের মালিক-শ্রমিকেরা এ মানববন্ধন করেন।

পরে জগন্নাথপুর-সিলেট সড়কের মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি রব্বানী মিয়ার সভাপতিত্বে এক প্রতিবাদ সভা হয়।

এতে বক্তব্য দেন, জগন্নাথপুর-সিলেট সড়কের মিনিবাস শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক রেজন মিয়া, উপজেলা মাইক্রোবাস শ্রমিক উপকমিটির সভাপতি আলফু মিয়া, ট্রাক-লরি-কাভার্ডভ্যান শ্রমিক সমিতির সভাপতি ফয়জুর নূর, সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সহসভাপতি তোরণ মিয়া, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খেজর, যুগ্ম সম্পাদক আজিজ মিয়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন, গত সোমবার রাতে পৌরসভার ইসহাকপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ ঘটনায় নিজামুল করিমের নামে মামলা করা হয়। ষড়যন্ত্র মূলকভাবে নিজামুল করিমকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। তাঁর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করা হোক। তা না হলে আগামী ৬ নভেম্বর অনির্দিষ্টকালের জন্য যানবাহন চলাচল বন্ধ করা হবে।

মামলার বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মামলার তদন্তের স্বার্থে এই মুহূর্তে কোনো কিছু বলা যাবে না।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ