মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মো. ইকবাল হোসেন ও ঘোড়া প্রতীকের প্রার্থী কাজী মোস্তাক আহমেদ শ্যামলকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. খোকন মিয়া। তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘন করায় দুই চেয়ারম্যান প্রার্থীকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ জানানো হয়েছে। তা না হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সরেজমিনে দেখা যায়, রশুনিয়া ইউনিয়নে বিভিন্ন সেতুর রেলিংয়ের দুই পাশে পোস্টার লাগানো হয়।
জানা যায়, আচরণবিধি অনুযায়ী কোনো প্রার্থী নির্বাচনী এলাকায় দেয়াল বা যানবাহনে পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল লাগাতে পারবেন না। তবে ভোটকেন্দ্র ব্যতীত যে কোনো স্থানে পোস্টার, লিফলেট টাঙাতে পারবেন।