চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আমন ধান পাকতে শুরু করেছে। ধান ঘরে তুলতে কৃষকদের ব্যস্ততা বেড়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ইতিমধ্যে লোহাগাড়ার ৫ শতাংশ জমির আমন কাটা হয়ে গেছে। তারা বলছে, এবারও আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা আছে।
এক সূত্রে জানা গেছে, লোহাগাড়ায় এবার ১১ হাজার ৫ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। চাষ হয়েছে ১১ হাজার ৩৬ হেক্টর জমিতে। গত বছর আমন চাষ হয়েছিল ১০ হাজার ৮২০ হেক্টরে।
উপজেলার আধুনগর এলাকার কৃষক জিয়াউল ইসলাম জানান, তিনি এবার উফশী জাতের ব্রি ধান-৮৭ চাষ করেছেন। ভালো ফলন হয়েছে। তাঁর জমি থেকে ৬ দশমিক ১৬ মেট্রিক টন ধান এবং ধান থেকে ৪ দশমিক ৭ মেট্রিক টন চাল হবে। এমনটি কৃষি বিভাগ তাঁর জমির নমুনা ধান কর্তন করে হিসাব করেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, উপজেলার ৯ ইউনিয়নে আমনের চাষ হয়েছে। এবার উফশী জাতের আমন চাষ বেশি হয়েছে। গত কয়েক বছরের চেয়ে এবার ফলন ভালো হয়েছে।