হোম > ছাপা সংস্করণ

মাঠে সরব বিদ্রোহীরা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে ১৩টির মধ্যে ৭টিতে আওয়ামী লীগের বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীরা ভোটের মাঠে সরব রয়েছেন। তাঁদের অবস্থান শক্ত হওয়ায় চরম বেকায়দায় আছেন নৌকা প্রতীকের কয়েক প্রার্থী। এসব ইউপিতে মূল প্রতিদ্বন্দ্বীর সঙ্গে বিদ্রোহী প্রার্থীর লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া এতে দ্বিধা-বিভক্ত হয়ে পড়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা। ভোটের ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলবে বলেও মন্তব্য করেন তাঁরা।

একই আশঙ্কার কথা জানান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুল আলম সরকার লেবু। তিনি বলেন, ‘সব ইউনিয়নে নয়, কয়েকটি ইউনিয়নে নির্বাচনী মাঠে বিদ্রোহী প্রার্থীর অবস্থান কিছুটা শক্তিশালী। তবে দিন দিন তাঁদের শক্তি কমে যাচ্ছে, নির্বাচনী প্রচারও কমে যাচ্ছে। আশা করছি, তাঁরা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বেন। ইতিমধ্যে বিদ্রোহী সাত প্রার্থীকে দল থেকে বহিষ্কারও করা হয়েছে। ফলে নেতা-কর্মীরা তাঁদের প্রত্যাখ্যান করেছেন। বিদ্রোহী প্রার্থী থাকার কারণে কয়েকটি ইউনিয়নে নৌকা হেরে যাওয়ার আশঙ্কা করেন তিনি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ