দিনাজপুরের ফুলবাড়ীতে বাজারে উঠেছে টমেটো, শিম, ফুলকপি, বাঁধাকপি, গাজরসহ শীতের বেশ কিছু আগাম সবজি। কিন্তু দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে।
গতকাল শনিবার ফুলবাড়ী কাচা বাজার ঘুরে দেখা যায়, নানা ধরনের শীতের সবজির পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। কাঁচা বাজারে আগাম উঠেছে শিম, দাম প্রতি কেজি ৫০ টাকা। প্রতি কেজি ফুলকপি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়, বাঁধাকপি ৫০ টাকা, শিম ১০০ টাকা কেজি দরে। প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৪৮-৫০ টাকায়।
অন্যান্য সবজির মধ্যে কাঁকরোল ৪০-৪৫ টাকা, করলা ৭০-৮০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, ঢ্যাঁড়স ৪০ টাকা, টমেটো ১২০ টাকা, গাজর ১৬০ টাকা, বরবটি ৫০ টাকা, লতি ৪০ টাকা, শসা ৪০ টাকা, কাঁচামরিচ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর লাউ প্রতিটি ২০-৩০ টাকা, কুমড়া ২৫-৩০ টাকা, আলু ২০ থেকে ২৪ টাকা, পেঁয়াজ ৪৫-৫৫ টাকা, রসুন ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
সবজি বিক্রেতা শাহাজামাল বলেন, দিনদিন বাজারে শীতকালীন শাক-সবজির সরবরাহ বাড়ছে। সবজি আমদানি বাড়লে, তখন ধীরে ধীরে দাম কমে যাবে।
চকবাজারে বাজার করতে আসা গৃহিণী ফাতেমা বেগম বলেন, প্রতিদিন বাজারে অতিরিক্ত টাকা দিতে হচ্ছে। প্রায় প্রতিটি পণ্যের দাম বেশি। যাদের আয় নির্দিষ্ট, তাদের জন্য এভাবে চলা কষ্টের। নির্দিষ্ট টাকা দিয়ে আমাদের সবকিছুই করতে হয়। তাই বাজার মনিটরিং দরকার।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিয়াজ উদ্দিন বলেন, সারা দেশে দ্রব্য মূল্যের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। ফুলবাড়ীতেও এর ব্যতিক্রম নয়। তবে খুব শিগগিরই বাজার তদারকি করা হবে।