যশোর শিক্ষা বোর্ডের অডিট শাখা তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে বোর্ডের হিসাব শাখার উপপরিচালক এমদাদুল হক কক্ষটি তালাবদ্ধ করেন। কর্তৃপক্ষ বলছে, তথ্য পাচার রোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে বোর্ডের হিসাব শাখা সিলগালা করে দুদক। বোর্ডের হিসাব শাখার উপপরিচালক এমদাদুল হক বলেন, চেয়ারম্যানের নির্দেশেই অডিট শাখা তালাবদ্ধ করা হয়েছে।
যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোল্লা আমীর হোসেন আজকের পত্রিকাকে জানান, বোর্ডের চেক জালিয়াতির ঘটনা তদন্তের স্বার্থে অডিট শাখায় তালা লাগানো হয়েছে। যেহেতু সেকশন অফিসার আবুল কালাম আজাদের নামেও একটি চেক পাওয়া গেছে, এ কারণে যাতে কোনো তথ্য বাইরে পাচার না হয়, সে জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, একটি চক্র নিজেদের অপকর্ম ঢাকতে বেশ কিছু তথ্য বাইরে পাচার করেছে। তারা কিছু ডকুমেন্টও সরিয়ে নেওয়ার পাঁয়তারা চালাচ্ছিল।
যশোর বোর্ডে তিন দফায় মোট ১৬টি চেক জালিয়াতির ঘটনা ধরা পড়েছে। এর মাধ্যমে একটি চক্র কয়েক দফায় ৫ কোটিরও বেশি টাকা হাতিয়ে নিয়েছে। যার মধ্যে আড়াই কোটি টাকা আত্মসাতের ঘটনায় বোর্ড চেয়ারম্যান, সচিবসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।