হোম > ছাপা সংস্করণ

মোটরসাইকেল চুরির অভিযোগে গ্রেপ্তার ২

সখীপুর প্রতিনিধি

সখীপুরে সুজন (২৮) ও ছাব্বির (২৬) নামের দুজনকে মোটরসাইকেল চুরির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসি ক্যামেরা ফুটেজ দেখে তাঁদের গ্রেপ্তারসহ চুরি হওয়া একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়। গতকাল শনিবার তাঁদের রিমান্ডের আবেদনসহ টাঙ্গাইল আদালতে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে ভালুকার শরীফুল ইসলাম সখীপুরের মুখতার ফোয়ারা চত্বরের পাশের মার্কেটের সামনে মোটরসাইকেল রেখে কেনাকাটা করতে যান। ফিরে এসে দেখেন মোটরসাইকেলটি নেই। গত শুক্রবার এ বিষয়ে সখীপুর থানায় তিনি অভিযোগ করেন।

পুলিশ সিসি ক্যামেরা ফুটেজ দেখে শুক্রবার রাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জামতলা এলাকার সুজন (২৮) ও ৬ নম্বর ওয়ার্ডের এতিমখানা এলাকার ছাব্বিরকে (২৬) গ্রেপ্তার করে পুলিশ। এ সময় চুরি হওয়া ওই মোটরসাইকেলটিও উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, মোটরসাইকেল চুরির ঘটনায় গ্রেপ্তার দুজনকে রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে তাঁদের জিজ্ঞাসাবাদ করে আরও চুরির তথ্য পাওয়া যেতে পারে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ