হালুয়াঘাট প্রতিনিধি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে সমাবেশ সফল করতে হালুয়াঘাটে বিএনপির নেতা–কর্মীরা গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেছেন। আজ মঙ্গলবার ময়মনসিংহে এই সমাবেশ করা হবে।
গতকাল সোমবার দুপুরে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ্ প্রিন্সের নেতৃত্বে উপজেলার বিভিন্ন সড়ক ও বাজারকেন্দ্রিক গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেন দলের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা।
এ সময় ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি আব্দুল আজিজ খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া বাবুলসহ দলটির সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।