ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী মাকে জেতাতে গ্রামের বাড়িতে থেকে নির্বাচনী প্রচারে সময় ব্যয় করছেন চলচ্চিত্র পরিচালক শামীম আহমেদ রনি।
এমন গণসংযোগের সুবাদে তাঁকে এক নজর দেখতে ভিড় করছেন বিভিন্ন বয়সের কৌতূহলী নারী-পুরুষ। ২০১৬ সালে মেন্টাল চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক ঘটে শামীম আহমেদ রনির। তাঁর কয়েকটি উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো মেন্টাল, বসগিরি, ধ্যাততেরিকি, রংবাজ, শাহেনশাহ ইত্যাদি।
জানা গেছে, শামীম আহমেদ রনির মা নাছিমা আক্তার শেলী ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউপি নির্বাচনে সংরক্ষিত মহিলা আসন ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন করছেন।